মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। জৈষ্ট মাসের পর থেকে শুরু হয় বর্ষার আনাগুনা। এবছর এখনও বর্ষার তেমন লক্ষণ দেখা যায় নি। তবে গত দুই দিন যাবৎ সামান্য বৃষ্টি হচ্ছে। অনুমান করা হচ্ছে বর্ষা অচিরে শুরু হতে পারে। অল্প বৃষ্টিতে খাল-বিলে সামান্য পানি জমেছে। এতে মাছ ধরার প্রস্তুতি বা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
বলছিলাম নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের কথা। ইউনিয়নটি ভারতীয় সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। পাহাড়ে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় উক্ত ইউনিয়নের প্রায় সকল গ্রাম। গতকাল রাতে বৃষ্টির ফলে গ্রামের নীচু জমিগুলোতে অতি সামান্য পরিমানে পানি জমেছে। মাছের কোন অস্তিত্ব দেখা যায় নি। তারপরেও চলছে মাছ ধরার প্রস্তুতি।
কথা হয় রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া গ্রামের জিন্নত আলীর সাথে। তিনি তার ছেলেকে নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান আগ থেকে প্রস্তুতি না নিলে মাছ ধরার সুযোগ পাওয়া যাবে না। তিনি তার শিক(ধর্ম)জাল বাড়ির পাশে ছোট একটি ভাঙ্গা কালভার্ট সংলগ্ন জমিতে জাল পেতে তৈরী হচ্ছেন। শুধু জিন্নত আলীই নয় আরো দুই জন জালপাতার প্রস্তুতি নিচ্ছেন।
উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রসমের মানুষ এভাবে প্রস্তুতি নিচ্ছেন মাছ ধরার জন্য। বর্ষার পানি আসার সাথে সাথে শুরু হবে মাছ ধরা। বর্ষার পানি আসার আগ পযর্ন্ত অপেক্ষা করতে হবে সবাই কে। তাদের আশা আল্লাহর রহমতে অচিরেই পানি আসবে এবং শুরু হবে তাদের কাংক্ষিত মাছ ধরার কাজ।
৩৫৪ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৭৬ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪০৪ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৪১২ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৩৩ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৩৯ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৪২ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৬০ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে