কলমাকান্দায় ১৭০ বোতল ভারতীয় মদসহ আটক ৩
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ১৭০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। এ সময় মাদক কারবারীদের ব্যবহৃত রেজিস্ট্রেশন নম্বরবিহীন নীল রঙের একটি পিকআপ জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল এলাকার তিন রাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠাখালী গ্রামের শাহ আলমের ছেলে মোঃ খায়রুল(২২),একই এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে সুমন ইসলাম(২৩) ও মানিক মিয়ার ছেলে মোঃ মনির(২১)। আটককৃত ওই এলাকার মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।
পুলিশ জানায়, শনিবার ভোরে সীমান্ত এলাকা থেকে একটি পিকআপ দিয়ে ফলের ক্যারেট করে অভিনব কৌশলে মাদক নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম(পিপিএম) এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চক্রবর্তী সহ পুলিশের একটি দল বরদল তিন রাস্তা মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালায়।
এ সময় নীল রঙের রেজিস্ট্রেশন নম্বর বিহীন একটি পিকআপে তল্লাশি চালিয়ে ফলের ক্যারেট থেকে বিভিন্ন ব্রান্ডের ১৭০ বোতল ভারতীয় মদসহ জরিত তিন মাদক কারবারীকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত পিকআপ ও জব্দ করা হয়।
স্থাবীয়রা জানান, সীমান্ত এলাকা দিয়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মোটরসাইকেল, অটোরিকশাও পিকআপে করে অন্যান্য মালের সঙ্গে অভিনব কৌশলে জেলা শহর সহ বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছে। এসব কাজে অ্যাম্বুলেন্স ও ব্যবহার করতে দেখা গেছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম জানান, আটককৃতরা বিশেষ কায়দায় মাদক পাচার করে আসছিল।
আটক ৩ জনের নামে মামলা দায়ের করে শনিবার দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অব্যাহত আছে।
৩৫৪ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৭৬ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪০৪ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৪১২ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৩৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৪৩৯ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪৪২ দিন ১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৬০ দিন ৬ ঘন্টা ৪২ মিনিট আগে