উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার পূনঃরায় দরকার- মানু মজুমদার এমপি
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও সমাজ সেবা বিভাগের আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে উপকার ও উপকার ভোগীদের সাথে মত বিনিময় কালে নেত্রকোণা-১(কলমাকান্দা-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক উপকারভোগীদের নিয়ে উপজেলা পরিষদ হল রুমে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা-১(কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তুযেদ্ধা আমোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু।
মত বিনিময় সভায় প্রধান অতিথি মানু মজুমদার এমপি সরকারের ধারাবাহিক উন্নয়নের বর্ননা দিয়ে বলেন উন্ননের ধারা অব্যাহত রাখতে, জনগনের কল্যাণে নিরলসভাবে কাজ করতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান শেখ হাসিনার সরকারকে পুনঃরায় দরকার।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনকে একযোগে কাজ করার আহবান জানান।
মত বিনিময় সভা শেষে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিশেষ ভাতা, বেদে সম্প্রদায়ের ভাতা, বেদে শিক্ষা উপ-বৃত্তি সহ বিভিন্ন ভাতার চেক উপকার ভোগীদের মধ্যে বিতরন করেন।
সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রেজাউল করিম ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস
৩৫৪ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৭৬ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪০৪ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৪১২ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৩৩ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৩৯ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৪২ দিন ১৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৬০ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে