ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে কমলগঞ্জের সর্বস্তরের ধর্মপ্রাণ জনতা। শুক্রবার (২৭ অক্টোবর) বাদ জুমআ কমলগঞ্জ উপজেলা জামে মসজিদের সামনে থেকে উম্মতে মোহাম্মদী (স.) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী (ময়নাচত্বর)এর সামনে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতশত মুসল্লিরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’, সাবিলুনা সাবিলুনা-আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা-আল জিহাদ আল জিহাদ'সহ নানা স্লোগান দেন বিক্ষোব্ধ তাওহিদি জনতারা।
কমলগঞ্জ একতা সমাজকল্যান পরিষদ এর সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদের সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুদ্দীন, কমলগঞ্জ থানার আল ইসলাহর সাবেক সভাপতি কাজী আলম, পৌর আল ইসলাহর সাবেক সভাপতি হাফিজুর রহমান, মাওলানা হোসাইন আহমদ খালেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নছরতপুর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সালাম, ঠিকাদার হেলাল মিয়া, জাবের আহমদ মিন্টু, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারসহ বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা আরও বলের বিপদের সময় এই ইসরায়েলকে ফিলিস্তিন আশ্রয় দিয়েছিল। অথচ ১৯৪৮ সালে ইসরাইলি বাহিনী অবৈধ দখলদারিত্ব কায়েম করে, তারা লাখ লাখ ফিলিস্তিনি মা-বোন, শিশু-কিশোরদের পাখির মতো গুলি করে হত্যা করে। কাজেই বাংলাদেশে ইসরাইল সংশ্লিষ্ট সকল পণ্য ও ব্র্যান্ডকে অবৈধ ঘোষণা করতে হবে এবং ইসরাইল ফিলিস্তিনে উপর সকল প্রকার নির্যাতন বন্ধের দাবি তুলেন বক্তারা।
১২ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮১ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮২ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
১০৩ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০৪ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে
১১৬ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪৫ দিন ২৯ মিনিট আগে