মৌলভীবাজারের কমলগঞ্জের বন্যার্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা।
রবিবার (২৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মৌলভীবাজার জেলার টিম প্রধান জিয়াউর রহমান (নকীব) ও সহকারী শিব্বীর আহমদ উসমানীর তত্ত্বাবধানে কেন্দ্রীয় সংগঠনের ব্যবস্থাপনায় কমলগঞ্জ উপজেলা সদর, আলিনগর, মাধবপুরসহ বন্যাকবলিত বিভিন্ন গ্রামে জরুরি ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি মুফতি সাইদ আহমেদ, জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ আহমদ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সদস্য সিদ্দিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতি এম এ কুদ্দুস, সেক্রেটারি হাফেজ মাওলানা সুলাইমান আহমদ, ইসলামী যুব আন্দোলনের মৌলভীবাজার জেলার হাফেজ হুসাইন আহমদ, আমিনুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা সভাপতি শিব্বীর আহমদ উসমানী, সহ সভাপতি হাফিজুর রহমান সহ উপজেলা ও জেলার অন্যান্য সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন ও স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রাণ প্যাকেজে ৪ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি পেয়াজ, আধা লিটার সয়াবিন, ২৫০ গ্রাম ডাল, ২ লিটার বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও জরুরি ওষুধ ছিল।
১২ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮১ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮২ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
১০৩ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০৪ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে
১১৬ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪৫ দিন ৩১ মিনিট আগে