সাংবাদিক মিলন দের ভাইয়ের মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবে শোক প্রকাশ। কেশবপুর প্রেসক্লাবে সদস্য ও স্থানীয় দৈনিক স্পন্দন পত্রিকার পৌর প্রতিনিধি মিলন কুমার দের বড়ো ভাই স্বপন কুমার দের আকষ্মিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী সহ সংগঠনের সদস্য বৃন্দ সকালেই বিদেহ আত্মার প্রতি শান্তি কামনা করে শোকশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন।
কেশবপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও পৌর শহরের "স্বপন জুয়েলার্সের" ও "স্বপন মোবাইল হাউজের" স্বত্বাধিকারী মৃত জগন্নাথ দে (পাচু) এর যেষ্ঠ পুত্র স্বপন কুমার দে (৪৩) গতকাল সোমবার সকল ৮.৪৫ ঘটিকায় হৃদযন্ত্র ক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে খুলনা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যু কালে তিনি তার মা, স্ত্রী ১ পুত্র বয়স ৮ বছর ও ১ কন্যা বয়স ১৬ দিন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কেশবপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়ল সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার সাদেক, পলাশ কুমার মল্লিক, দৈনিক স্পন্দন পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে বিদেহ আত্মার প্রতি শান্তি কামনা করে শোকশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং কেশবপুর পৌর শহরের জুয়েলার্স ও মোবাইল ব্যবসায়ী সমিতি তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান দুপুর ২ পযর্ন্ত বন্ধ রাখা ছিলো।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কুঠি বাড়ি মহা-শ্বশানে তাকে সৎকার করা হবে। উল্লেখ্য গত ৩ মাস পূর্বে তার পিতা জগন্নাথ দে (পাচু) মৃত্যু হয়।
৬৭১ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৭২৬ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৭২৮ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
৭৩০ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৭৩০ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৩২ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে