সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
"দুর্যোগে আগাম সতর্ক বার্তা" "সবার জন্য কার্যব্যবস্থা" শ্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র্যালি এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্রণালয়ের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও সহকারি উপজেলা শিক্ষ অফিসার প্রভাত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, পলাশ কুমার মল্লিক, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (কেশবপুর) ডিজিএম আব্দুল লতিফ, কেশবপুর ফয়ার সার্ভিসের ইন্সপেক্টর শংকর দাস। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফায়ার সার্ভিসের প্রদর্শনী করা হয়। সেখানে অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে অগ্নি নিবারক প্রশিক্ষণ দেওয়া হয়।
৬৭১ দিন ৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে
৭২৬ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
৭২৮ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
৭৩০ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে
৭৩০ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
৭৩২ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে