সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের কেশবপুরে কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনের সম্ভাব্য লাঙ্গল প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কোন দলের সঙ্গে জোট করবে না। নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিবে। এ লক্ষ্যে সারাদেশে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে দল গোছানোর কাজ চলছে। তিনি আরও বলেন, আমার সরকারের আমলে গঠিত উপজেলা পরিষদ,গুচ্ছ গ্রাম, মসজিদ, মাদ্রাসা,মন্দির ও কৃষি খাতে ব্যাপক উন্নয়নসহ সামাজিক অর্থনৈতিক এবং সকল অবকাঠামোকে আরও উন্নয়নশীল করতে জাতীয় পার্টির জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছি।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান, কেশবপুর পৌর জাতীয় পার্টির যুগ্ম স¤পাদক মনিরুজ্জামান বিশ্বাস, সদস্য গোলাম মোস্তফা মোড়ল, জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম স¤পাদক আবু মুসা, জাতীয় যুব সংহতি নেতা রুবেল আহমেদ প্রমুখ।
৬৭১ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬৯১ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৭২৬ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৭২৮ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৭৩০ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
৭৩০ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭৩২ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে