দাঁড়াও পথিক-বর, জন্ম যদি তব বঙ্গে কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাঁড়ি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত জন্মস্থান মধুসূদন মিউজিয়ামে ২৩ অক্টোবর (রোববার) বিকেলে মধুসূদন স্মরণ সমাবেশে মধুসূদন একাডেমী পুরস্কার, মধুসূদন একাডেমী সম্মাননা ও জীবন সদস্য সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাগদাঁড়ি মধুসূদন একাডেমীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
স্মরণ সমাবেশ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন, মধুসূদন একাডেমীর পরিচালক খন্দকার খসরু পারভেজ। সংগীত শিল্পী মাস্টার উজ্জ্বল ব্যানার্জীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারতের কলকাতা সাংস্কৃতিক খবর সম্পাদক কবি কাজল চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারতের কলকাতা কবিতা ক্যাম্পাাস সম্পাদক কবি অলোক বিশ্বাস, সৌম্য সম্পাদক কবি সৌহার্দ সিরাজ প্রমূখ।
অনুষ্ঠানে কবি অলোক বিশ্বাসকে সম্মাননা স্মারক এবং কবি কাসেদুজ্জামান সেলিম ও কবি সায়ীদ আবুবকরকে মধুসূদন একাডেমী পুরষ্কার প্রদান করা হয়। এপার ওপার বাংলার দুই বাংলার কবি, সাহিত্যিক, গবেষক ও সংগীত শিল্পীসহ অর্ধশত গুণীজনদের আগমন ঘটে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সৃতি বিজড়িত কপোতাক্ষ নদীর তীর সাগরদাঁড়ি। সকলেই উপস্থাপন করেন তাঁদের লেখা।
৬৭১ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
৭২৬ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৭২৮ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
৭৩০ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭৩০ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
৭৩২ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে