সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরের হাসানপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা ১১নং হাসানপুর ইউনিয়নের টিটা বাজিতপুর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
টিটা বাজিতপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আগামী (২৪ নভেম্বর) মানবতার মা, আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা'র যশোর জেলা স্টেডিয়ামে ঐতিহাসিক জনসভায় আগমন উপলক্ষে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আলী শেখের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক জি,এম সিরাজুল ইসলাম।
শুভেচ্ছা বক্তৃতা করেন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, আরও বক্তৃতা করেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা আজিজ সরদার (ডিলার), ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক জি,এম আলতাফ হোসেন, যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম সাকি, সদ্য কমিটির সহ-সভাপতি রবিউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, সদ্য কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমূখ।
ওই অনুষ্ঠানের ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের শহিদুল ইসলামকে সভাপতি ও সম্পাদক রেজাউল করিমকে সাধারণ করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় প্রধান অতিথি আগামী ২৪ নভেম্বর জনসভা সফল কারার জন্যে ইউনিয়নের প্রত্যেকটি সুবিধাভোগী জনগণকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।
৬৭১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৭২৬ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৭২৮ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
৭৩০ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭৩০ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
৭৩২ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে