সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে সাগরদাঁড়ী ইউনিয়ন ১,২ ও ৩ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
সোমবার(২৮ নভেম্বর)বিকেলে উপজেলার সাগরদাঁড়ী মেহেরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ওই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাউসুল আজম তুহিন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিত্বে উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্ব-স্ব ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ কুপনধারীদের মতামতের ভিত্তিতে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় ১নং ওয়ার্ড রফিক গাজী সভাপতি ও মিজানুর রহমান মোল্যা সম্পাদক, ২নং ওয়ার্ড আব্দুল মজিদ সভাপতি ও আব্দুল কাদের মোড়ল সম্পাদক ও ৩ নং ওয়ার্ড আয়ুব আলী সভাপতি ও রশিদুল সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হন। পরে প্রধান অতিথি নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন।
৬৭১ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬৯১ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৭২৬ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৭২৮ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৭৩০ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
৭৩০ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭৩২ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে