সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (২০ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ভেরচী বাজার মুক্তি সংঘ চত্বরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুণ কুমার দে'র সভাপতিত্বে ও সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথি বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও পাঁজীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হুসাইন মহাম্মদ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাব্বত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখর রঞ্জন দাস, উপজেলা আওয়ামী শ্রমিক লীগের আহবায়ক মুনসুর আলী, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চক্রবর্তীর প্রমূখ।
প্রথম অধিবেশন শেষে ওই সম্মেলন অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। তিনি এসময় উপস্থিত জনসাধারণের সম্মুখে বলেন, এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডের কমিটি এই মুহূর্তে বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩ বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হল। তবে কারণ বসত ২নংওয়ার্ড সাময়িক স্থগিত রাখা হল। আলোচনার মাধ্যমে সমাধান করে জানিয়ে দেওয়া হবে। বাকী ৮টি ওয়ার্ড সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয় হয়। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদ্যনাথ পাল ও মুস্তাফিজুর রহমান কাজল সম্পাদক, ২নংওয়ার্ড কারণ বসত সাময়িক স্থগিত রাখা হয়। ৩নংওয়ার্ড সভাপতি মোজাহারুল ইসলাম ও শওকত হোসেন সম্পাদক, ৪নংওয়ার্ড সভাপতি ইদ্রিস আলী মোড়ল ও নাজমুল হোসেন সম্পাদক, ৫নংওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান মুন্না ও মোসলেম উদ্দিন গোলদার সম্পাদক, ৬নংওয়ার্ড সভাপতি কাজী হামিদুর রহমান ও প্রদীপ সরকার সম্পাদক, ৭নংওয়ার্ড সভাপতি নেপাল চন্দ্র হোল্ড ও সিরাজুল ইসলাম মিন্টু সম্পাদক, ৮নংওয়ার্ড সভাপতি গাজী সফিউর রহমান ও পংকোজ চক্রবর্তী সম্পাদক ও ৯নংওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম ফকির ও সম্পাদক সরদার জিয়াউর রহমান নির্বাচিত হয়।
৬৭১ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৭২৬ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে
৭২৮ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
৭৩০ দিন ১১ ঘন্টা ২৯ মিনিট আগে
৭৩০ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৩২ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে