যশোরের কেশবপুর শহরের আজাদ মার্কেটে শীতের সময় শীতার্থনের গরম কাপড় ক্রেতা বিক্রেতার পর্যাপ্ত ভীড়। জমে উঠেছে পুরাতন কাপড় মার্কেট।
হঠাৎ শৈত প্রবাহ বেড়ে যাওয়ায় শীতার্থ মানুষের ভীড় জমে উঠেছে। এ কারণে ওই মার্কেট থেকে শীতের পুরাতন কাপড় কিনতে ভীড় করছে কেশবপুরসহ আশপাশের উপজেলার ক্রেতা বিক্রেতা।
সোমবার সকালে সরেজমিন দেখা গেছে, কেশবপুর শহরের আজাদ মার্কেট পড়ে থাকা জমির ওপড় গড়ে উঠেছে পুরাতন কাপড় মার্কেট। এ মার্কেটে পলিথিন দিয়ে ছাউনি ও বাঁশের খুঁটি বেড়ার তৈরি ২৫-৩০ টি পুরাতন কাপড় বিক্রির দোকান। শীত মৌসুমে অল্প কদিন বেচাকেনা হয়। বাকী মাস গুলি ভাড়া গুনতে হয় দোকানীদের। কারণ একবার ছাড়লে আর পাওয়া যায় না। সে কারণে বসে বসে ভাড়া গুনতে হয়। দোকানীরা সকলেই দেশী-বিদেশী পুরাতন কাপড়ের ব্যাবসা করে সংসারে জীবিকা নির্বাহ করেন। কাপড় পুরাতন হলেও কাপড়ের মান ভাল ও মূল্য কম হওয়ায় ক্রেতারা ভীড় করছে ওই মার্কেটে।
ব্যাবসায়ী আইয়ুব আলীর সাথে কথা জানা যায়, এই মার্কেটে সারা বছর পুরাতন কাপড় বিক্রি করা হয়। এখন শীত মৌসুম চলছে বলে বেচাকেনা খুব ভালো। বাকী মাস গুলি পজিশন ধরে রাখতে ভাড়া গুনতে হয় ও ব্যাবসা চালিয়ে যেতে হয়। তবে কাপড় পুরাতন হলেও কাপড়ের মান ভাল ও মূল্য কম। এ কাপড়গুলো জাপান, চায়না, আমেরিকা, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করেন ঢাকা ও চট্টগ্রামের বড় বড় ব্যাবসায়ীরা। সেখান থেকে কিনে এনে তারা এ মার্কেটে বিক্রি করেন। এছাড়াও মার্কেটের ব্যাবসায়ী আব্দুস সালাম, ইদু হোসেন, আব্দুস সাত্তার, আনছার আলী, আব্দুল কুদ্দুস, মশিয়ার রহমান, মোবাবারেক বলেন, আমরা যদি সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাতাম তাহলে আরও সুবিধা মতো ভালো ব্যাবসা করতে পারতাম।
প্রতন্তঞ্চল পরচক্রা গ্রামের হামিদুর রহমান নামের একজন বলেন, গত কয়েক দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তিনি ২৫০ টাকায় একটি জ্যাকেট ও ২০০টাকায় একটি ট্রাউজার ২০টাকায় একজোড়া মোজা কিনেছি। কম দামে ভাল গরম কাপড় কিনতে পেরে বেশ খুশি হয়েছেন।
৬৭১ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
৬৯১ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
৭২৬ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৭২৮ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
৭৩০ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭৩০ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
৭৩২ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে