নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

কেশবপুরে পুরাতন কাপড় মার্কেটে শীতার্থদের ভীড়


যশোরের কেশবপুর শহরের আজাদ মার্কেটে শীতের সময় শীতার্থনের গরম কাপড় ক্রেতা বিক্রেতার পর্যাপ্ত ভীড়। জমে উঠেছে পুরাতন কাপড় মার্কেট। 

হঠাৎ শৈত প্রবাহ বেড়ে যাওয়ায় শীতার্থ মানুষের ভীড় জমে উঠেছে। এ কারণে ওই মার্কেট থেকে শীতের পুরাতন কাপড় কিনতে ভীড় করছে কেশবপুরসহ আশপাশের উপজেলার ক্রেতা বিক্রেতা।

সোমবার সকালে সরেজমিন দেখা গেছে, কেশবপুর শহরের আজাদ মার্কেট পড়ে থাকা জমির ওপড় গড়ে উঠেছে পুরাতন কাপড় মার্কেট। এ মার্কেটে পলিথিন দিয়ে ছাউনি ও বাঁশের খুঁটি বেড়ার তৈরি ২৫-৩০ টি পুরাতন কাপড় বিক্রির দোকান। শীত মৌসুমে অল্প কদিন বেচাকেনা হয়। বাকী মাস গুলি ভাড়া গুনতে হয় দোকানীদের। কারণ একবার ছাড়লে আর পাওয়া যায় না। সে কারণে বসে বসে ভাড়া গুনতে হয়। দোকানীরা সকলেই দেশী-বিদেশী পুরাতন কাপড়ের ব্যাবসা করে সংসারে জীবিকা নির্বাহ করেন। কাপড় পুরাতন হলেও কাপড়ের মান ভাল ও মূল্য কম হওয়ায় ক্রেতারা ভীড় করছে ওই মার্কেটে। 

ব্যাবসায়ী আইয়ুব আলীর সাথে কথা জানা যায়, এই মার্কেটে সারা বছর পুরাতন কাপড় বিক্রি করা হয়। এখন শীত মৌসুম চলছে বলে বেচাকেনা খুব ভালো। বাকী মাস গুলি পজিশন ধরে রাখতে ভাড়া গুনতে হয় ও ব্যাবসা চালিয়ে যেতে হয়। তবে কাপড় পুরাতন হলেও কাপড়ের মান ভাল ও মূল্য কম। এ কাপড়গুলো জাপান, চায়না, আমেরিকা, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করেন ঢাকা ও চট্টগ্রামের বড় বড় ব্যাবসায়ীরা। সেখান থেকে কিনে এনে তারা এ মার্কেটে বিক্রি করেন। এছাড়াও মার্কেটের ব্যাবসায়ী আব্দুস সালাম, ইদু হোসেন, আব্দুস সাত্তার, আনছার আলী, আব্দুল কুদ্দুস, মশিয়ার রহমান, মোবাবারেক বলেন, আমরা যদি সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাতাম তাহলে আরও সুবিধা মতো ভালো ব্যাবসা করতে পারতাম। 

প্রতন্তঞ্চল পরচক্রা গ্রামের হামিদুর রহমান নামের একজন বলেন, গত কয়েক দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তিনি ২৫০ টাকায় একটি জ্যাকেট ও ২০০টাকায় একটি ট্রাউজার ২০টাকায় একজোড়া মোজা  কিনেছি। কম দামে ভাল গরম কাপড় কিনতে পেরে বেশ খুশি হয়েছেন। 


আরও খবর