সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
মালয়েশিয়া প্রবাসী ইমরান হোসেন (কানন) (২৭) হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কানন যশোরের কেশবপুর উপজেলার পৌর এলাকার সরফাবাদ গ্রামের আয়ুব আলী সরদারের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (১১ জানুয়ারি ২০২৩) রাতে তিনি মালয়েশিয়ার একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় ইমরান হোসেন (কানন) মারা যান।
গত সাত বছর আগে মালয়েশিয়ায় একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজে যোগদান করেন। গত ৭ মাস আগে তার পদোন্নতি হয়ে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার রাত সাড়ে ৯টায় মালয়েশিয়া থেকে একটি নাম্বার থেকে ফোন করে জানানো হয় ইমরান হোসেন হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ খবর পেয়ে তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে।
ইমরান হোসেনের পিতা আয়ুব আলী সরদার কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলে সাত বছর আগে সংসারের টানাপোড়েনের জন্য টাকা রোজগারের জন্য মালয়েশিয়ায় যায়। সেখানে একটি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করে। ঈদের সময় আসার কথা ছিল। কিন্তু তার আগেই আমাদের কাছে লাশ হয়ে আসবে। এখন আমি আমার সন্তানের লাশ শেষ বারের মতো দেখার অপেক্ষায় রয়েছি।
৬৭৫ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৬৯৫ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬৯৫ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
৭৩০ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
৭৩২ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭৩৪ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
৭৩৪ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৭৩৬ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে