যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শাহাদাৎ হোসেন ৪দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই। উপস্থিত অতিথিবৃন্দের সাথে নিয়ে পায়রা উড়িয়ে ওই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
গত মঙ্গলবার বিকেলে বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাইকেল মধুসূদন তরুণ সংঘের আয়োজনে উদ্বোধনী ম্যাচে রয়েল স্ট্রাইকার্স ক্রিকেট একাদশ বনাম কেশবপুর ফ্রেন্ডস ক্রিকেট একাদশ এর খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন, খেলার উদ্বোধক খেলাঘর কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস ও সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগ নেতা হায়দার আলী।
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রিকেট খেলাপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক ছিলেন মধুসূদন তরুণ সংঘের মোকলেছুর রহমান মান্টু ও আবু দাউদ। আম্পায়ারের দায়িত্বে ছিলেন জামান ও আব্দুল্লাহ। ধারাবর্ণনায় ছিলেন আবু দাউদ।
উদ্বোধনী ম্যাচে ১৫ ওভারের খেলায় রয়েল স্ট্রাইকার্স ক্রিকেট একাদশকে ৬ উইকেটে হারিয়ে কেশবপুর ফ্রেন্ডস ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করার গৌরব অর্জন করে। দ্বিতীয় ম্যাচের খেলা আগামী শনিবার বিকেলে একই মাঠে আব্দুল্লাহ সুপারকিং ক্রিকেটে একাদশ বনাম মোল্ল্যা গ্লাডিয়েটরস ক্রিকেট একাদশ এর খেলা অনুষ্ঠিত হবে।
৬৬৯ দিন ১৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৮৯ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৬৮৯ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৭২৪ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
৭২৬ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
৭২৮ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৭২৯ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৭৩০ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে