জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মহিলাদের আয়বৃদ্ধিমুলক কাজে সম্পৃক্ত করতে গুড নেইবারস বড়াইল মহিলা সমবায় সমিতি লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থা কার্যক্রম শুরু করেছে।
সোমবার (২০ মার্চ) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সমিতির উদ্বোধন করা হয়।
ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা যৌথভাবে এ সমিতির উদ্বোধন করেন।
এ উপলক্ষে বড়াইল ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ইউএনও নুসরাত জাহান বন্যা, গুড নেইবারস লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর মোঃ মাইনুদ্দিন, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি’র ম্যানেজার প্রাঞ্জলী মৃ ও জিন্দারপুর গুড নেইবারস সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নাছিমা বিবি।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তাকীম মন্ডল বলেন, গুড নেইবারস একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বড়াইল ইউনিয়নের মহিলাদের আয় বৃদ্ধিমুলক কার্যক্রমে সম্পৃক্ত করছে এটি সত্যিই প্রশংসনীয়।
এর আগে জাতীয় সংগীত এবং নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্টানের মূল আনুষ্টানিকতা শুরু হয়।
৯ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৪ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে
২০ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
২৮ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে