আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: স্যালো মেশিন চুরি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন দুই চোর। ঘটনাস্থল থেকে পালিয়েছেন আরো এক চোর। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের জগদীশপুর মাঠে। ওই দুই চোর বর্তমানে ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জগদীশপুর গ্রামের সহিদুজ্জামান (সাগর) বলেন,বৃহস্পতিবার রাতে জগদীশপুর গ্রামের সুবল হালদারের স্যালোমেশিন খুলছিল চোরেরা। এ স্থানীয় মানুষেরা দেখতে পান। এরপর তারা চিৎকার দিলে চোরেরা মেশিন ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাদের মধ্যের দুইজন ধরে ফেলেন।ঘটনাস্থল থেকে পালিয়ে যান আরো একজন। আটকৃতরা হলেন,ঝিনাইদহ সদর উপজেলার আরাবপুর গ্রামের জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন( ৩০) আব্দুল হাকিমের ছেলে সহিদুল ইসলাম (২৮) ও পালিয়ে যায় কালিগঞ্জের সুমন হোসেন।
তারা ধরা পড়ার পর গণধোলাইয়ের শিকার হন। এতে করে গুরুতর আহত হন ওই দুই চোর। বর্তমানে তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুদ মিয়া বলেন,গতকালের ঘটনা। এটা গতকালের ডিউটি অফিসার বলতে পারবেন। তবে আমার জানামতে মামলা হয়েছে।
৩৭৪ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৭৬ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৪০০ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৪৩২ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে