কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এসএসসির প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী ও পিয়ন সুজন মিয়া। দুই শিক্ষককে বুধবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে রাতে মামলার আসামী করা হয়।
এদিকে রাতে পিয়ন সুজনকে আটক করে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় এখন পর্যন্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়ের ইসলামকে কারাগারে পাঠায় পুলিশ। এদিকে এজাহার ভুক্ত আসামী অফিস সহকারী আবু হানিফ পলাতাক রয়েছে।
কুড়িগ্রাম পুলিশসুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন,প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নতুন করে আরও ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এপর্যন্ত ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।এই ঘটনার সাথে যারা জড়িত থাকবেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
১২০ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২৩ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১২৪ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২৭ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১২৮ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে
১২৯ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩৩ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
১৩৪ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে