কুষ্টিয়া র্যাব-১২ এর আভিযানিক দল ২৫ মে দিবাগত রাত আড়াই টার দিকে ‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন শামুখিয়া গ্রামে' পরিচালিত অভিযানে কুষ্টিয়ার হরিপুরের হত্যা মামলার এজাহারনামীয় আসামি রাজা মল্লিক (৪২), পিতা-সবুর মল্লিক, সাং-বোয়ালদহ, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেছে ।
উল্লেখ্য, গত ১৯ মে ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার সদর উপজেলার কান্তিনগর বোয়ালদহ গ্রামে ওমর আলী(৬৫) নামের এক ব্যক্তিকে চায়ের দোকানে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৬, তারিখঃ ২০ মে ২০২৩, ধারা-১৪৩/৩২৩/ ৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ২৬ মে ২০২৩ ইং তারিখ রাত ০২:১৫ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন শামুখিয়া গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি রাজা মল্লিক (৪২), পিতা-সবুর মল্লিক, সাং-বোয়ালদহ, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
র্যাব উল্লেখ্য করেন, পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
৭ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
২১ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬ দিন ৪৭ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৬০ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৪ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে