কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় সাব্বির আহমেদ (৩৭) কে জবাই করে হত্যা করেছে দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন, আজ সোমবার রাত ৩টার দিকে আড়ুয়াপাড়ার নিজ বাড়ীতে ধারালো চাকু দিয়ে গলা কেটে স্ত্রী পালিয়ে যায়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল আনুমানিক ৭টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক, নিহত সাব্বির আহমেদ আড়ুয়াপাড়া এলাকার মৃত রমজান আলির ছেলে।
নিহতের চাচাতো ভাই তামিম জানান, আজ রাত আনুমানিক ৩টার দিকে তার ভাই সাব্বিরকে চাকু দিয়ে গলা কেটে পালিয়ে যায় দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন। আমরা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়। এক মাস আগে রোজিনার সাথে সে দ্বিতীয় বিবাহ করে বলেও জানায় তামিম।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারোনা করা হচ্ছে যে ধারালো চাকু দিয়ে সাব্বিরের গলার শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
৭ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
২১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৩৬ দিন ৪২ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৬০ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৪ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে