সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ৬৭ টি মোবাইল ফোন এবং বিকাশ/রকেট/নগদ প্রতারণায় উদ্ধারকৃত- ৬৯,০০০/- টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে৷ শানিবার (১৯ নভেম্বর), ২০২২ তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট(CCIU), কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ/রকেট/নগদ প্রতারণায় উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। কুষ্টিয়া জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), কুষ্টিয়া এবং চলতি দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে বিভিন্ন ব্র্যান্ডের ৬৭ টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে (কুষ্টিয়া হতে ৩৩টি, ঢাকা-০২ টি, রাজবাড়ী-০৩ টি, যশোর-০৫ টি, সিরাজগঞ্জ-০২ টি, ঝিনাইদহ-০২ টি, রাজশাহী-০১ টি, গাজীপুর-০২ টি, মাগুরা-০১ টি, পাবনা-০২ টি, ভোলা-০১ টি, নওগাঁ-০১ টি, চুয়াডাঙ্গা-০২ টি, নারায়নগঞ্জ-০৩ টি, কুমিল্লা-০২ টি, নড়াইল-০২ টি, ব্রাহ্মনবাড়ীয়া-০১ টি, ময়মনসিংহ-০১ টি, বগুড়া-০১ টি) উদ্ধারসহ বিকাশ/রকেট/নগদ ব্যাংকিং মাধ্যমে প্রতারণাকৃত ৪টি ঘটনায় উদ্ধারকৃত-৬৯,০০০/- টাকা দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণায় উদ্ধারকৃত টাকা অদ্য ১৯/১১/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ সুপার মহোদয় প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। প্রধান অতিথি মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল হারিয়ে/চুরি হয়ে গেলে জিডি এমনকি প্রয়োজনে মামলা করারও পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফয়সাল হোসেন, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, জনাব মোঃ হাফিজুর রহমান (আরওআই), রির্জাভ অফিস, জনাব মোঃ আনিসুল ইসলাম, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র), ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, কুষ্টিয়াসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যবৃন্দ।
৭ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
২১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৩৬ দিন ৪২ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৬০ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৪ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে