কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ি থেকে বের হবার রাস্তা বন্ধে বাধা দেওয়ায় আপন ভািইকে পিটিয়ে আহত করেছে অপর দুই ভাই ।রোববার কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামে এই ঘটনা ঘটে ।
আহত ব্যাক্তি কয়া ইউনিয়নের বারাদি গ্রামের আফজাল শেখের ছেলে হাসান শেখ (৪২)।
আহত হাসান শেখ জানান , তার আপন দুই ভাই আকবর শেখ ও জুলফিকার শেখ তার মায়ের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার জন্য দীর্ঘদিন ষড়যন্ত্র লিপ্ত। প্রায় ৩ মাস যাবত ভাইদের জমির সিমানা দিয়ে যাতায়াত করতে গেলে অসৌজন্যমূলক আচারন করে তার ভাই ও ভাবিরা। তিনি অনেক অনুরোধ করলে ও তারা শুনেনি এবং রোববার সকালে তার দুই ভাই ও ভাবি তাদের বাড়ির রাস্তা বন্ধ করতে আসলে তিনি বাধা প্রদান করেন। সেসময় সবাই মিলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে আহত করে। তাকে রক্ষা করতে তার ছেলে মুরাদ এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়।
পরবর্তীতে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তার পায়ে চারটি সেলায় দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে তিনি কুমারখালী থানায় অভিযোগ দিয়েছেন বলে যানান।
এ বিষয়ে অভিযুক্ত জুলফিকার আলীর সাথে কথা বললে তিনি জানান,তার ভাই মানুষের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে দেওলিয়া দেওলিয়া হয়ে গেছে। যেকারনে মায়ের সম্পত্তি নিতে চাচ্ছে বিক্রি করবে। থানায় সাধারন ডায়রি করেছেন বলে জানান। পিটিয়ে ভাইকে আহত করে উল্টে তার বিরুদ্ধে থানায় ডয়েরি করার বিষয়টি জানতে চাইলে সদুত্তর দেননি তিনি।
৭ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
২১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৩৬ দিন ৪২ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৬০ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৪ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে