কক্সবাজারের কুতুবদিয়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে উপজেলার বিভিন্ন জায়গায়। কুকুরের কামড়ে অহরহ আক্রান্ত হচ্ছে মানুষের পাশাপাশি গাবাদীপশু , উপজেলার বিভিন্ন এলাকায় ফুটপাতে দলে দলে ছড়িয়ে পড়েছে বেওয়ারিশ কুকুরগুলো, বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরগুলো দল বেঁধে রাস্তায় ও বাড়িঘরের আঙ্গিনায় চলাচল করছে এসব কুকুরগুলো। এদের আক্রমণে মানুষসহ বিভিন্ন পশু ও প্রাণী আক্রান্ত হচ্ছে,এ ছাড়াও কিছু কুকুর শরীরে ক্ষত ও পচনসহ বিভিন্ন রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আক্রান্ত এসব কুকুরের শরীর থেকে ছড়াচ্ছে নানা রকমের রোগ জীবাণু এবং দুর্গন্ধ,পথ চলতে জনমনে সবসময় বিরাজ করছে কুকুরের আতঙ্ক,অসুস্থ এসব কুকুরের বিচরণে এলাকায় মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়েছে। পথচারী ও স্কুল শিক্ষার্থীরা এখন কুকুর আতঙ্কে ভুগছে,বেওয়ারিশ এসব কুকুর নিয়ন্ত্রণে সরকারি বা এলাকাভিত্তিক কোন উদ্যোগ নেই । ফলে দিনে দিনে বেড়েই চলছে জলাতঙ্কসহ বিভিন্ন ধরনের রোগব্যধি।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে দিনে-রাতে বেওয়ারিশ কুকুরের দল সঙ্গবদ্ধ ভাবে ঘুরে বেড়ায়। কখনও কখনও রাস্তার মাঝে বসে এবং শুয়ে থাকাও দেখা যায়,ফলে স্কুল-মক্তবগামী শিক্ষার্থীরা ভয়ে স্কুল ও মসজিদে যেতে পারে না। পথচারীরা একা একা রাতে এসব রাস্তা দিয়ে পথ চলাচল করতে ভয় পায়।এমনকি শিশুদের হাতে কোন খাবার থাকলে বা দেখলে তাড়িয়ে আসে।
সুত্রে জানা য়ায়, আজ থেকে কয়েক বছর আগে সারাদেশে পাগলা কুকুর, অসুস্থ কুকুর সহ বেওয়ারিশ কুকুর নিধন করা হতো। কিন্তু আন্তর্জাতিক আইনে নিরীহ প্রানীকে হত্যার বিষয়টি মানবতা পরিপন্থী হওয়ার কারণে বর্তমানে কুকুর নিধন করা হয় না ,ফলে উপজেলার সর্বত্র এলাকায় ছড়িয়ে পড়েছে বেওয়ারিশ কুকুরগুলো।
এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি স্হানীয়দের।
৫ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১৭ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে
১৭ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৮ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
২১ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে