বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ২(দুই) শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্বপ্নের ঘর ও জমি পেলেন কুতুবদিয়ার আরো ৪১টি গৃহহীন ও ভুমিহীন পরিবার। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ের কার্যক্রম বুধবার (৯ আগস্ট )সাড়ে ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর উপজেলার বড়ঘোপ মুরালিয়ায়-২৪টি,কৈয়ারবিল নজর আলী মাতবর পাড়ায়-১৭টি মোট ৪১টি গৃহহীনকে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।
এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাইকার প্রতিনিধি (ইউএফডি) জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশন ভূমি জর্জ মিত্র চাকমা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,থানার তদন্ত ওসি কানন সরকার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম,আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার,কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান আজমগীর মাতবর, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,জমি গ্রহীতা ও ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুতুবদিয়ায় সর্বমোট ১৮৪ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়। এর আগে ১১৮ পরিবারসহ এ পর্যন্ত ১৫৯ জন ভূমি ও গৃহহীন পরিবার ঘর ও জমি পেলেন। আরও ২৫টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।
২ দিন ৩৩ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৭ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে