কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুল আলম কুতুবীর নামাজে জানাযা মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল ১১টায় কুতুবদিয়া আইডিয়াল হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জানাযা নামাজে হাজার হাজার শোকার্ত জনতার উপস্থিতিতে শামসুল আলমের স্মৃতিচারণ, শোক ও সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন,কক্সবাজার-০২ (কুতুবদিয়া-মহেশখালী ) সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি।কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের,সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আহমাদুল্লাহ বি কম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বি,কমসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ নামাজে জানাযায় অংশগ্রহণ করেন।
কুতুবদিয়ায় ১ম জানাজা শেষে, ২য় জানাজা কক্সবাজার এস এ ফিলিং স্টেশন সংলগ্ন চাইল্যাতলী বড় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,আলহাজ্ব শামসুল আলম কুতুবী চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ আগষ্ট) দুপুর ২টায় ঢাকায় এভার কেয়ার হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে যান।
আলহাজ্ব শামসুল আলম ছিলেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ। তিনি একাধারে ধর্মীয়, রাজনীতি, সামাজিক, ব্যবসায়ী, গণমাধ্যম, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গন ও উন্নয়নে সব সময় তৎপর ছিলেন। তিনি অনেক ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃত্বে ছিলেন। অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ছিল আলহাজ্ব শামসুল আলম দৈনন্দিন কাজ। দ্বীপে তাঁর সরব পদচারণা সবাইকে মাতিয়ে রাখতেন। তার চির বিদায়ে উপজেলার বিভিন্ন মহলে শোক প্রকাশ করেন।
জানাযা শেষে, সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন এমপি আশেক।
২ দিন ৩০ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে