আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-২( কুতুবদিয়া-মহেশখালী) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী । তিনি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ৪ বারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সি: সদস্য। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান।
গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর২০২৩) বিকালে কুতুবদিয়া বড়ঘোপ হোটেল সমুদ্র বিলাসের হল রুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা দেন আমি আমার সাধ্যমত কুতুবদিয়ায় মৌলিক সমস্যা টেকসই বেড়ীবাঁধ, কুতুবদিয়ায় সংযোগ সড়ক সহ যাবতীয় সমস্যা সমাধান করব এবং জনগনের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাব।দুই উপজেলায় নেতৃত্বের শূন্যতা বিরাজ করছে। এছাড়া বিগত সময়ে কয়েকজন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের চৌকস নেতৃত্ব ও উন্নয়ন কর্মকান্ড অভাব অনুভব করছেন কুতুবদিয়া-মহেশখালীর সাধারণ মানুষ। দক্ষ নেতৃত্বের অভাবেই মৌলিক সরকারি উন্নয়ন ব্যহত হচ্ছে বলেও দাবি করেন তিনি। পর্যটন জোন এলাকা গড়ে তুলতে দক্ষ সংসদ সদস্য প্রয়োজন। উপকূলে সুপারডাইক বেড়িবাঁধ,মগনামা-বড়ঘোপ ঘাটে ফেরিপারাপার সহ নানা অসমাপ্ত কাজ করতে চান তিনি।
এই আসনে দু‘বারের নির্বাচিত সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ আওয়ামীলীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা নৌকার নমিনেশন প্রত্যাশীদের মাঝে তিনি কোনো অংশে কম নয় বলেও দাবি করেন। যে কারণে নৌকার মনোনয়ন পেতে তিনি লবিং-গণসংযোগ করে যাচ্ছেন।
২ দিন ২৮ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
১৩ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে