কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় প্রথমবারের মতো আউশ মৌসুমে ব্রি-৭৫ ধান চাষ করে সফল্যের স্বপ্ন দেখছেন উপজেলার লেমশীখালী ইউনিয়ের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, কৃষি উদ্যোক্তা আরিফুল ইসলাম (আরিফ সিকদার)।
তিনি উপজেলার বড়ঘোপ স্টিমারঘাট ব্লক ও লেমশীখালী দরবার ঘাট ব্লকে ২৫ বিঘা জমিতে ব্রি-৭৫ ধান চাষ করেন। প্রথমবারের মত ঝুঁকি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে ব্রি-৭৫ ধান চাষ শুরু করেন। প্রতি একরে ১০৬ মন ধান পাওয়ার প্রত্যাশার কথা জানান এই উদ্যোক্তা।
এই ব্রি ধান ৭৫ আমন মৌসুমে চাষ করা হয়। এই ধান রোপন করা হয় আমন মৌসুমে।ধানের দানার রং সোনালী এবং মাঝারী চিকন। চালে সামান্য সুগন্ধি এবং রান্না করার সময় সুগন্ধিটা অনেক বেশি পাওয়া যাওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে এই চালের। আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য রয়েছে ব্রি ধান ৭৫ জাতে।
উপজেলা কৃষকলীগের আহবায়ক কাইছার সিকদার বলেন,বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার, সরকারি সকল প্রণোদনা আরিফুল ইসলামের মত প্রকৃত কৃষকদের মাঝে দেওয়ার আহবান জানান তিনি।
আমন মৌসুমের ধান ব্রি ৭৫। এই আউশ মৌসুমে এই কৃষকের চমৎকার ভাবে ধান উৎপন্ন হয়েছে। আগামীতে অন্য কৃষকের এই ধান রোপনে উদ্ভুদ্ধ করার পাশাপাশি উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক।
সরকারি সহযোগিতা পেলে আউশ মৌসুমে ব্রি-৭৫ ধান অন্য কৃষকরা চাষ করবে এমন প্রত্যাশা স্হানীয়দের।
৫ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
১৭ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৭ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
১৮ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
২১ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে