শান্তি-সম্প্রীতি সুরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল সমাজ গঠনে যুবদের সম্পৃক্ততা বিষয়ে হবিগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্ম-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ মে) শহরের স্কাই কিং রেস্টুরেন্টের হল রুম এ বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় শান্তি- সম্প্রীতি সুরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল সমাজ গঠন কল্পে হবিগঞ্জ জেলায় নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ ইকরামুল ওয়াদুদ।
নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব বন্ধু মঙ্গল রায় এর সঞ্চালনায় সভায় বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ জাহানা আরা খাতুন।,তিনি বলেন যুবদের নেতৃত্ব এখন সময়ের দাবি। বর্তমানে যুবরা অনেক ভালভাল কাজ করে দেশের সুনাম বয়ে আনছে। তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশে সফলতা আসতে আর অপেক্ষা করতে হবে না।
এ্যাডভোকেট সায়লা খাতুন বলেন, আমাদের সমাজে অনেক অসঙ্গতি রয়েছে, এর বিরুদ্ধে যুবদের ই কথা বলতে হবে। সামাজিক কাজে যদি কোন আইনি পরামর্শ দরকার হয় তাহলে আইনজীবী হিসাবে যুবদের পাশে থাকব। ।
দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী বলেন - যুবরা স্থানীয় অসহায় জনগনের সহায়ক হিসাব সামাজিক দায়িত্ব পালন করবে। সরকারী সেবা সমুহ জনগন যাহাতে সহজে পেতে পারে সে বিষয়ে সহযোগীতা করবে। নাগরিক প্লাটফর্ম তাদের পাশে থাকবে।। বাংলাদেশ গড়তে এই যুবরাই ভূমিকা রাখবে।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাদল রায় বলেন - হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার প্রতিটি উপজেলাতেই ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম রয়েছে। এই যুবক ফোরামের নানা ভালো কাজের উদ্যোগে তাদের পাশে থাকতে চাই।। । এছাড়া আরো বক্তব্য রাখেন,চাঁদ সুলতানা চৌধুরী, বাবুল মল্লিক, ইয়াসিন খান, মোহাম্মদ বাহার উদ্দিন, মোহাম্মদ ইয়াকুত আলী,ফারুক আহম্মদ, শামছুন নাহার, ও মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কাজী মফিজুর রহমান।
১২ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৫ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৫২ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৫৭ দিন ৪৮ মিনিট আগে
৫৯ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে
১০৬ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে