লাখাইয়ে ইউটিউব দেখে পাতা থেকে লেবুর চারা উৎপাদন করল কৃষক মহারাজ।
আমাদের এই সুন্দর পৃথিবীতে মানুষই স্বপ্নচারী। প্রত্যেক মানুষ তার স্বপ্ন পুরনে কাজ করে । প্রতিটি মানুষের যেমন রয়েছে ব্যক্তি স্বাতন্ত্র্য।তেমনি রয়েছে তাদের চিন্তা চেতনা ও স্বপ্ন পুরনে ভিন্নতা। একেক জন মানুষ একেক রকম ভাবে তার কর্মের মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে চেষ্টা চালিয়ে প্রশান্তি পেয়ে থাকে। এমনও রয়েছে যারা অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছে।
এমনই এক স্বপ্নচারী ও গাছ প্রেমিক লাখাই উপজেলার ৫নং ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের স্বেচ্ছাসেবক মহারাজ মিয়া। তিনি গাছের প্রতি অকৃত্রিম ভালবাসা ও মমত্ববোধ সম্পন্ন এ মানুষটি নিজ অর্থায়নে ফলজ,বনজ,ঔষধি, ফুলসহ প্রায় ৩শত গাছ রোপন করে সফলতা পেয়েছেন। এরই ধারাবাহিকতায় ইন্টারনেটের ইউটিউব দেখে তিনি অনেকদিনের সাধনায় এই অসম্ভব কাজটি সম্পন্ন করেছেন,লেবু পাতা থেকে শেকড় তৈরি করেছেন।
নিজেকে সম্পৃক্ত রেখেছেন এ কাজে,
নিরলসভাবে কাজ করে আসছেন। লাখাই উপজেলার ৫নং করাব ইউ পির পুর্ব সিংহগ্রামের মৃত্যু সিদ্দিক মিয়ার ছেলে মোঃ মহারাজ মিয়া।
মহারাজ মিয়া এক ছেলে এক মেয়ের পিতা।
মহারাজ মিয়ার এর সাথে আলাপকালে জানান ,আমি ছোটবেলা থেকেই গাছ রোপন করে আসছি,এই লেবু পাতায় শেকড় জন্মানোর কাজটি অনেক দিন থেকে করছি আশাবাদী ছিলাম একদিন না একদিন আমার এ স্বপ্ন পুরন হবে,আজ আমার স্বপ্ন পুরন হলো,নিজেকে ভাগ্যবান হয়ে হচ্ছে,আরও নিজেকে ভাগ্যবান মনে করছি লাখাই উপজেলার সুযোগ্য কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান স্যার আমার এ কাজ দেখতে আসায়,উনাকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সকলেকে একাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে ।
এ ব্যাপারে কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান মহোদয় বলেন,মহারাজ মিয়া অসম্ভব কাজকে সম্ভব করেছেন, তিনি ইউটিউব দেখে দীর্ঘদিন ধরে এ কাজ করে সফল হয়েছেন,আমি দেখতে পেয়েছি পাতা থেকে সম্পূর্ণরূপে একটি লেবু গাছের চারা হয়েছে, আশা করছি এটাতে ও তিনি সফল হবেন,ফল আসবে। মহারাজ মিয়ার এমন কাজ আগে কখনো দেখিনি,তার এমন কাজের প্রশংসার দাবিদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মহারাজ মিয়া যেকোন সহযোগীতা প্রয়োজন হলে আমি করবো।