লাখাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।
লাখাইয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) ২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা বিকেল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাশ অনুপের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত) শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল কাসেম প্রমুখ।
সভায় উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষক বৃন্দ অংশ নেন।
সভায় আলোচকবৃন্দ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আগামী ২০ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও সকাল ১০ ঘটিকায় আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।