লাখাইয়ে বস্তায় আদা চাষে বাম্পার ফলনে লাভবান কৃষক বাহার উদ্দিন।
লাখাইয়ে বস্তায় আদা চাষে বাম্পার ফলনে লাভবান কৃষক বাহার উদ্দিন।
লাখাইয়ে প্রথম বারের মতো বানিজ্যিক ভাবে বস্তায় আদা চাষে বাম্পার ফলন হওয়ায় লাভবান লাখাই এর করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রাম এর মৌসুমি শাকসবজি চাষী মোহাম্মদ বাহার উদ্দিন।
নিজের পারিবারিক চাহিদা মেটাতে বিগত বছর দুই পূর্ব থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বস্তায় আদা চাষ শুরু করেন কৃষক মোহাম্মদ বাহার উদ্দিন। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে অন্যান্য শাকসবজি চাষের পাশাপাশি তাঁর বাড়ীর পতিত ও গাছপালার ছায়াযুক্ত স্থানে বানিজ্যিক ভাবে বস্তায় আদা চাষ শুরু করেন এ কৃষক। তিনি তাঁর ব্যক্তি উদ্যোগে ১০০ বস্তা এবং ফ্রীপ প্রকল্পের আওতায় প্রদর্শনীর মাধ্যমে ৫০ বস্তাসহ ১৫০ টি বস্তায় আদা চাষ করে কাংখিত ফলন পেয়েছেন।তাঁর প্রতি বস্তায় ১-২ কেজি হিসেবে ফলন হয়েছে। সঠিকভাবে যথানিয়মে আবাদ করতে পারলে ফলন আরো বেশি হওয়ায় সম্ভাবনা দেখছেন তিনি তাই আগামী মৌসুমে ১ হাজার বস্তার লক্ষ্য মাত্রা ধরে বস্তায় আদা চাষের পরিকল্পনা করছেন তিনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতিবৎসর লাখাইয়ে প্রদর্শনীর আওতায় উপজেলার ৫ জন কৃষক ২৫০ বস্তা,ব্যক্তিগত উদ্যোগে একজন কৃষক ১০০ বস্তাসহ ৫০০ টি বস্তায় আদা চাষ হয়েছে। এ বছর ফলন আশানুরূপ হওয়ায় আগামীতে হাওরাঞ্চল বেষ্টিত লাখাইয়ে বস্তায় আদা চাষে বিপ্লব ঘটতে পারে।
এ বিষয়ে মসলা ও ঔষধীগুন সম্পন্ন ফসল আদার বানিজ্যিক চাষাবাদ করে সফল কৃষক মোহাম্মদ বাহার উদ্দিন বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী এসিসট্যান্ট প্রজেক্ট ( ফ্রীপ) ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষের জন্য কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে আমি বস্তায় আদা চাষে আগ্রহী হয়েছি।চলতি মৌসুমে ১৫০ টি বস্তায় প্রথম বারের মতো বানিজ্যিক ভাবে বস্তায় আদা চাষ করে কাংখিত ফলন হওয়ায় আগামী তে ১ একহাজার টি বস্তায় আদা চাষের লক্ষ্য মাত্রা ধরে কাজ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের হাওরাঞ্চলে মসলা জাতীয় ফসল আদা বস্তায় চাষ করা দিন দিন বেড়ে চলছে। আমার এবারের ফলন দেখে আশেপাশের অনেক কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে। তাঁরাও আগামীতে এ পদ্ধতিতে আদা চাষ করতে আগ্রহী হয়ে উঠছে। আর বস্তায় আদা চাষের জন্য আলাদা কোন জমিজমার প্রয়োজন হয়না বিধায় আমরা প্রত্যেক কৃষক ইচ্ছে করলে বাড়ীর আঙ্গিনায়,বাঁশঝাড় এর ফাঁকা জায়গায়,বাগানবাড়িতে, অনাবাদি পতিত জমিতে সহজেই বস্তায় আদা চাষ করতে পারি এবং এতে তেমন কোন খরচও হয়না।আর বস্তায় আদা চাষের ফলে মাটিবাহিত রোগবালাই এর আক্রমণ তেমনটা নেই বললেই চলে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে বস্তায় আদা চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ,উদ্বুদ্ধকরণ,প্রশিক্ষণ, প্রদর্শনী দিয়ে সহযোগিতা করে আসছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বস্তায় আদা চাষের জন্য কৃষকদের আগ্রহ বাড়ছে এবং এ বছর ৫ শত টি বস্তায় আদা চাষ করে কাংখিত ফলন হওয়ায় আগামীতে তা ব্যাপকভাবে আবাদের সম্ভাবনা রয়েছে। আর এধারা চলতে থাকলে লাখাইয়ে বস্তায় আদা চাষে বিপ্লব ঘটতে পারে। তিনি আরোও বলেন লাখাইয়ে প্রথম বারের মতো বানিজ্যিক ভাবে বস্তায় বারি-৪ জাতের আদা বস্তায় চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মোহাম্মদ বাহার উদ্দিন।
আগামীতে এ ধারা অব্যাহত রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করে আসছে।