সামাজিক সুরক্ষা কর্মসূচীর জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় হবিগঞ্জের পাঁচ জন।
'সামাজিক সুরক্ষা কর্মসূচি : প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার' শীর্ষক জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণ করছেন হবিগঞ্জের পাঁচ বিশিষ্টজন।
তারা হলেন হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও লাখাই প্রেসক্লাবের সেক্রেটারি বাহার উদ্দিন, জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সেক্রেটারি ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক মোতালিব তালুকদার দুলাল, এলএনওবি (লিভ নো ওয়ান বিহাইন্ড/কাউকে বাদ দিয়ে নয়) জোটের সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ ও মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।
মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর গুলশান-২ এ সিক্স সিজনস হোটেলে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় পর্যায়ের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
'পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প'-এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড'র কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম এমপি। ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মোঃ সাইদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) জাকিয়া আফরোজ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. এসএম জুলফিকার আলী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নিলোর্মী ও ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন। মতবিনিময় সভায় সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন করবেন গবেষক আহমেদ বোরহান। স্বাগত বক্তব্য রাখবেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন সারাদেশ থেকে আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১২ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৫ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৫২ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৫৭ দিন ৪৬ মিনিট আগে
৫৯ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
৫৯ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০৬ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে