অ্যাডভোকেট মো. আবু জাহিরকে প্রধান আসামি করে ৫৯ জনের নাম মামলা দায়ের।
হবিগঞ্জে রিপন শীল হত্যা মামলায় হবিগঞ্জ সদর-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে প্রধান আসামি করে ৫৯ জনের নামে প্রকাশ করে মামলা দায়ের করা হয়েছে।
এর মধ্যে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, পৌর মেয়র আতাউর রহমান সেলিম ও রয়েছেন, বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
নিহত রিপন শীলের মা রুবি শীল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় বৃহস্পতিবার এক হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ, গত ৫ আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনে হবিগঞ্জ পৌরসভার অনন্তপুর এলাকার রতন শীলের পুত্র রিপন শীল (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আনার পরেই কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। রিপন শীল যুবদলের একজন কর্মী।
১২ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৫ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
৫২ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৫৭ দিন ৪৬ মিনিট আগে
৫৯ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
৫৯ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০৬ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে