হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা পরিষদ এলাকা থেকে অবৈধ দখলকারীকে উচ্ছেদ করে দিলেন উপজেলা প্রশাসন।
এ ঘটনায় স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রশাসন মালিকানা দাবীকারীকে সোমবার (২৬ আগষ্ট) তৈরীকৃত স্থাপনা উচ্ছেদ করে দিয়েছেন।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার অফিস বন্ধের চুপিসারে বামৈ গ্রামের মৃত আরাফাত আলীর ছেলে আঃ রহমান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের উত্তরে একটি টিনের চাপটা নির্মাণ করলে এবং উপজেলা প্রশাসন খোঁজ পেয়ে নড়েচড়ে বসে অবৈধ দখলকারীকে উচ্ছেদ করার জন্য প্রদক্ষেপ গ্রহন করে।
এ বিষয়ে রোববার (২৫ আগষ্ট) অবৈধ দখলকারীকে তার সংশ্লিষ্ট কাগজ পত্র নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান কে দায়ীত্ব দেয়া হলে তিনি অবৈধ দখলকারী আঃ রহমানের সাথে আলোচনায় বসে। আলোচনা শেষে জমির মালিকানা প্রমান করতে ব্যর্থ হলে শেষ অবধি অবৈধ দখলকারীকে উচ্ছেদ করল উপজেলা প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি উচ্ছেদ এর বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ দখলকারীকে তার বৈধতা প্রমান করতে না পারায় অবৈধ দখলকারীকে উচ্ছেদ করা হয়েছে।