লাখাইয়ে খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত।
লাখাইয়ে উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, কৃষি কর্মকর্তার প্রতিনিধি উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, উপজেলা খাদ্য পরিদর্শক আশীষ কুমার সরকার, ওসি এলএসডি আমির আলী, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন।
সভায় খাদ্য বান্ধব কর্মসূচীর অধীনে উপজেলার মাদনা বাজার, লাখাই বাজার ও লাখাই বটতলা বাজার এ ডিলার নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ডিলার হিসাবে নিয়োগ পেতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই শেষে মাদনা বাজারের জন্য আবেদন কারী একজন হওয়ায় আবেদনকারী আব্দুল ওয়াহাব কে ডিলার হিসাবে মনোনীত করা হয়।
লাখাই বাজার ও লাখাই বটতলা বাজার এ ডিলার হিসাবে নিয়োগ পেতে আগ্রহী আবেদন কারী একাধিক হওয়ায় তা উন্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার মনোনীত করা হয়।
লটারীর মাধ্যমে লাখাই বাজারে মোঃ সাইকুল ইসলাম ও লাখাই বটতলা বাজার এ মোঃ ইব্রাহিম মিয়া মনোনীত হয়েছেন বলে জানা যায়।
নিয়োগ পাওয়া ডিলারগন স্ব স্ব এলাকায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর অধীনে হতদরিদ্রদের মাঝে প্রতিকেজি ১৫ টাকা দরে চাল বিতরণ করবেন।
১২ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৫ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৫২ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৫৭ দিন ৪৮ মিনিট আগে
৫৯ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে
১০৬ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে