লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ১৩ বছর ধরে শ্রমিক সংগঠনের নির্বাচন না দিয়ে সাধারণ শ্রমিকদের ৪৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ শ্রমিকদের দাবি আদায়ে আজ রোববার (১৬ এপ্রিল) শ্রমিক কল্যাণ ফেডারেশন সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে।
এতে লিখিত বক্তব্য পড়েন শ্রমিক সংগঠনের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন।বক্তব্যে শ্রমিকরা দাবি করেন শ্রমিক সংগঠনের কমিটি গঠন না করে ১৩ বছর ধরে শ্রমিক সর্দাররা জোরপূর্বক এ সংগঠন পরিচালনা করছে। এতে সাধারণ শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করে কোটি কোটি টাকা আত্মসাত করা হয়েছে। সর্দারদের এ গ্রুপটি একাধিক সংগঠনের নামে অবৈধভাবে চাপ দিয়ে সাধারণ শ্রমিকদের নায্য পাওনা থেকে বঞ্চিত করে ও শ্রমিকদের কেটে রাখা টাকার হিসাব গড়মিল করে। সর্দারদের এ সকল কর্মকান্ড বন্ধ ও নায্য পাওনার দাবিতে বুড়িমারী স্থলবন্দরের সাধারণ শ্রমিকরা এ বছরের গত ০৪ ফেব্রুয়ারি ও ২১ মার্চ সড়ক অবরোধ করে আন্দোলন করে।শ্রমিকরা সংবাদ সম্মেলনে দাবি করেন এ আন্দোলন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে সর্দাররা শ্রমিকদেরকে বিভিন্ন সময় হুমকি প্রদান ও ষড়যন্ত্র করছে। গত ১৪ এপ্রিল একজন সাধারণ শ্রমিককে মারপিট করে আহত করা হয়েছে। সম্মেলনে ভবিষ্যতে শ্রমিকদের সাথে এ ধরনের ঘটনা ঘটলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে শ্রমিকদের নামে জমানো টাকা ফেরতের দাবি জানানো হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামছুল হুদা, সিনিয়র সহ-সভাপতি জামিয়াল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন সহ আরো কয়েকশো সাধারণ শ্রমিক।
১৬৬ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৩ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০৭ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৪ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৯ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩৩ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৩৪ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৩৪ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে