লালমনিরহাটে তিস্তা নদীতে নিখোঁজ কোরবান আলী নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নিরমল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, রোববার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের তিস্তা নদীতে নৌকা ডুবে কোরবান আলী নিখোঁজ হন। কোরবান আলী উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সীমান্ত বাজার এলাকার ময়েজউদ্দিনের ছেলে।
জানা যায়, রোববার দুপুরে কোরবান আলী হাতীবান্ধার গড্ডিমারী চর থেকে নাতি-নাতনিদের নিয়ে নৌকায় তিস্তা নদী পার হচ্ছিলেন। এ সময় দমকা বাতাসে নদীতে ডুবে যায় নৌকাটি। পরে নাতিদের বাঁচাতে গিয়ে কোরবান আলী নিখোঁজ হন।খবর পেয়ে তিস্তা নদীতে হাতিবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। প্রায় চার ঘণ্টা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তার খোঁজ না পেয়ে রংপুরের একটি স্পেশাল ডুবুরি দলকে খবর দেওয়া হয়। সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল কোরবান আলীর লাশ উদ্ধার করে।
১৬৬ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৩ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০৭ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৪ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৯ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩৩ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৩৪ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৩৪ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে