হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিক্ষার্থী প্রথমাকে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ প্রতিযোগিতা দেশ সেরা হিসেবে একে একে তিন বার মহামান্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পর্যায়ে পুরস্কার লাভ করেন নাফিসা আঞ্জুম প্রথমা। সেই প্রথমাকে এবার জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার বসুনিয়ার বিরুদ্ধে এ অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও'র কাছে আবেদন দেওয়া হয়েছে।
গত (১২মে) শুক্রবার ভুক্তভোগী শিক্ষার্থী নাফিসা আঞ্জুম প্রথমার "মা" উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার (১২মে) ইউএনওকে এ অভিযোগ দেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, পাটগ্রাম সরকারি হজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কোন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় নাই কিংবা কোন ছাত্রীকে প্রতিযোগিতার জন্য ম্যাসেজ কিংবা ফোন বা কোন ধরনের সংবাদ এমনকি বিদ্যালয়ের অনলাইন পেজেও এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি স্কুল কর্তৃপক্ষ।
এদিকে উক্ত সংবাদ শুনে নাফিসা আঞ্জুম প্রথমা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পরে। একজন শিক্ষার্থীর মেধা বিকাশে প্রধান অন্তরায় হলো শিক্ষক কর্তৃক মানসিকভাবে হেয় ও পক্ষপাতদুষ্ট আচরন।
তবে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার বলেন, 'অনিয়মের অভিযোগ অসত্য। প্রথমা আমাদের বিদ্যালয়ে ২০২৩ সালে ভর্তি হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য প্রতিযোগিতা হয়েছে। এতে যারা ভালো করেছে, কমিটি তাদের নাম পাঠিয়েছে। সেখানে প্রথমা আসেনি, বলেওনি।'
এ বিষয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, 'অভিযোগ পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে।
১৭০ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে
১৭৮ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
২১২ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২২৮ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
২৩৩ দিন ২০ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৩৭ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৩৮ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে
২৩৮ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে