লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক সংগঠনের সাইনবোর্ড ভেঙে দেওয়ার ঘটনায় উত্তেজনা জনা দেখা দেয় ।শ্রমিকেরা গত রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরে পণ্য খালাস ও বোঝাই বন্ধ রাখেন। এর আগে তাঁরা গত শনিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্থলবন্দর-পাটগ্রাম মহাসড়ক অবরোধ করে কর্মবিরতি পালন করেন।সাধারণ শ্রমিকেরা অভিযোগ করেন, বন্দর প্রতিষ্ঠার পর গঠিত ‘বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন' শ্রমিক সরদারদের নিয়ন্ত্রণে চলে গেছে। দেওয়া হচ্ছে না নির্বাচন। এ ছাড়া সংগঠনে জমা রাখা অর্থ আত্মসাৎ করা হয়েছে। এর জেরে সাধারণ শ্রমিক ও সরদারেরা পাল্টাপাল্টি বেশ কয়েকটি কমিটি গঠন করেছন। শনিবার বিকেলে স্থলবন্দর শ্রমিক লীগ নামের একটি সংগঠনের সাইনবোর্ড ভেঙে ফেলেন দুর্বৃত্তরা।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাঁরা সড়ক অবরোধ করেন। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। তবে গতকাল তাঁরা আবার আন্দোলনে নামেন। পরে দুপুরে একই স্থানে সাইনবোর্ড বসানোর পর তাঁরা কাজে ফিরে যান।
বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হোসেন রাজু বলেন, ‘সরদারদের ইন্ধনে দুষ্কৃতকারীরা আমাদের সংগঠনের সাইনবোর্ড ভেঙেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।'তবে যোগাযোগ করা হলে সরদারদের মাধ্যমে পরিচালিত বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছফর উদ্দিন বলেন, 'আমরা কোনো ইন্ধন দিইনি। তাদের দুই সংগঠনের মধ্যে কে ভেঙেছে, জানি না।
১৬৬ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৩ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০৭ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৪ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৯ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩৩ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৩৪ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৩৪ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে