লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আব্দল কাদের (৫৫) নামের এক ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের ভান্ডারদহ ৭নং ওয়ার্ড (মুন্সিরহাটে) তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। তিনি মৃত সিরাজুল হক ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের পক্ষে থেকে ছেলে ফতেহ আলী জানান, আমার বাবা দীর্ঘ দিন থেকে মানসিক সমস্যা ভুগছিলেন এমতাবস্থায় আজ আমি কলেজে যাই। কলেজে থেকে ফিরে এসে দেখি রুমের ভিতর রশিতে ঝুলন্ত বাবার লাশ।
তথ্য মতো জানা গেছে, ২০১৪ সালে প্রথম মানসিক সমস্যা দেখা দেয় এরপর থেকেই চলে চিকিৎসা। চিকিৎসার একপর্যায়ে সুস্থ হন তিনি । এদিকে আবারও গত ১মাস থেকে মানসিক সমস্যার চাপ বৃদ্ধি পাওয়ার কারণে আজ তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, লাশের প্রাথমিক সুরুতহাল করার পর সন্দেহ হলে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে। এবং ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
১৬৬ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৩ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০৭ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৪ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৯ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩৩ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৩৪ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৩৪ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে