লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন।
শুক্রবার (২জুন) রাত ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা কবি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে ১০ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কাকিনা পৌঁছে। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নারীসহ তিন যাত্রী নিহত হন।
নিহতরা হলেন:পাটগ্রাম উপজেলার বেলতলী রহমতপাড়ার বাসিন্দা আবদুল গফুর ছেলে রফিকুল ইসলাম (৩১) একই উপজেলার চিলার বাজারের স্থায়ী বাসিন্দা আতিকুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩০) এবং সংবাদ প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত ওই মৃত নারীর পরিচয় পাওয়া যায় নি
এদিকে গুরুত্বর আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে কালীগঞ্জ ফায়ার স্টেশন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
১৬৬ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৩ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০৭ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৪ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৯ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩৩ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৩৪ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৩৪ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে