লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দরের বাশকল নামক স্থানে হোটেল খাড়াদিয়ার সামনে বেলালুর রহমান (২৭) নামের এক জনৈক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত-বেলালুর রহমান (২৭), পাবনা জেলার চাটমোহর থানাধীন নেউতিগাছা (পাচুরিয়া) এলাকার বাসিন্দা মৃত সবেদ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়,পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাশকল এলাকায় সামির আলীর বোর্ডিংয়ে রাত্রিযাপন করতো এবং পাশেই জবেদুলের ফার্নিচারের দোকানে রংয়ের কাজ করতো।
গতরাতে ফজরের সময় বোডিং থাকা সমীর নামে আরেকজন কাছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট চায়। সমিরের কাছে গ্যাস্ট্রিকের ওষুধ না পেয়ে হোটেল খারাদিয়ার সামনে গ্যাস্ট্রিকের ওষুধ সন্ধান করে। ওষুধ না পেয়ে টিউবয়েলে পানি পান করে এরপর হোটেল খাড়াদিয়ার সামনে বসে পড়ে।
কিছুক্ষণের মধ্যে বসা অবস্থায় ঢুলে পড়ে যায় এবং মৃত্যুবরণ করেন। পরে স্থানীয় শ্রমিকরা রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পাটগ্রাম থানা পুলিশকে অবগত করেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে জন্য।এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
১৬৬ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৭৩ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
২০৭ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
২২৪ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
২২৯ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩৩ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৩৪ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
২৩৪ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে