লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এবার গৌতম বর্মন (২৮) নামে ভারতীয় এক গরু পারাপারকারী যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে বাংলাদেশের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ও ভারতের মেখলিগঞ্জ থানার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বর্মন সীমান্তে গরু পারাপারকারের কাজ করতো বলে জানা গেছে। গৌতম বর্মন ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ফুলকারডাবরী এলাকার বাসিন্দা নিপেন বর্মনের ছেলে।
স্থানীয় সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ডিএমপি ১ প্রধান পিলারের ৯ নম্বর উপপিলারের ভারতের ১০১ ফুলকাবাডাবরী ও বাংলাদেশের আঙ্গোরপোতা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৫ থেকে ৭ জনের একটি দল ভারতীয় গরু পারাপারের চেষ্টা করছিল। ওই দলের মধ্যে গৌতম বর্মন ছিল। এ সময় ভারতীয় কোচবিহার জেলার রাণীনগর ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বর্মন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
নিহতের লাশ ভারতের কুচলিবাড়ী থানা পুলিশ বিএসএফের সহায়তায় ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা হাসপাতালের মর্গে নিয়ে যায়।
এর আগে এ বছরের গত ০৪ জুন রাতে বিএসএফের গুলিতে জগতবেড় ইউনিয়ন সীমান্তে ইউছুফ আলী (২৬) ও গত ০১ এপ্রিল একই ইউনিয়ন সীমান্তে রবিউল ইসলাম (৫২) নামে দুই বাংলাদেশি গরু পারাপারকারী নিহত হয়।
বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বলেন, ‘অর্জুন ক্যাম্পের বিএসএফ কমান্ডার সীমান্তে নিহতের ব্যাপারে আমাদেরকে জানিয়েছে। নিহত ব্যক্তি বাংলাদেশি কি না -এটা জানতে চেয়েছিল। আমরা খোঁজ নিয়ে জেনেছি নিহত ব্যক্তি বাংলাদেশি নয় ভারতীয় নাগরিক।’
এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ বিজিবি রংপুর ব্যাটালয়নের অধিনায়ক এ এফ এম আজমল হোসেন খান জানান, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়টির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
১৬৬ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৩ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০৭ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৪ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৯ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩৩ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৩৪ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৩৪ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে