লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাওহীদ আলম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২জুন) সন্ধ্যায় শ্রীরামপুর ইউনিয়নের খেংটি মিঠাইবাড়ি এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে। তাওহীদ আলম শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড খেংটি মিঠাইবাড়ি এলাকার বাসিন্দা মো.তানিম আলমের ছেলে ও শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, তাওহীদ আলম ও তামজিদ আলম দুই যমজ সন্তানকে দুপুরের খাবার খাওয়ানোর পর তাদের বাবা তানিম আলম পাটগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে তাওহীদ আলমকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার যমজ ভাই তামজিদ আলম বাড়ির পাশের পুকুরের উপরে তার প্যান্ট শার্ট দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।তাওহীদ আলমকে খুঁজতে ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে
এ বিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
১৬৬ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৩ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০৭ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৪ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৯ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩৩ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৩৪ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৩৪ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে