লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাইদুল ইসলাম (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৮জুলাই) দুপুরে দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা ইসলামপুর এলাকা থেকে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। সাইদুল ইসলাম দহগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আঙ্গোরপোতা ইসলামপুর এলাকার বাসিন্দা মোঃ ইব্রাহিম ইসলামের ছেলে ও কফিল উদ্দিন ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম প্রায় সময়ই পুকুরের উপরে থাকা বৈদ্যুতিক তার ধরে পুকুরের মাঝখানে গিয়ে মাঝ পুকুরে লাফ দিতো। আজকেও দুপুরে এভাবে গোসল করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। এরপর এলাকায় জানাজানি হলে তাকে খুঁজতে কয়েকজন পুকুরে নামে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিস কর্মীদের পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় পুনরায় এলাকাবাসী খোঁজাখুঁজির পর পুকুর থেকে সাইদুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক তারে শক খেয়ে পুকুরের পানিতে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
১৬৬ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৭৩ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
২০৭ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
২২৪ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
২২৯ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩৩ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৩৪ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
২৩৪ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে