লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার পাটগ্রাম পৌরসভার বেংকান্দা রাবার ড্যাম ধরলা নদীতে মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত নাহিদ আহমেদ রাফসান সরকার (১৫) ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ও মিসকাত হোসেন (১২) একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। তাঁদের উভয়ে বাড়ি পৌরসভার ৫ নং ওয়ার্ডের জেএমসি পাড়ায়। রাফসান বস্ত্র ব্যবসায়ী রাসেল সরকারের ছেলে এবং মিসকাত মুদি ব্যবসায়ী নুরুল ইসলাম নুরুর ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে তিন বন্ধু ধরলা রাবার ড্যামে নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় মুহূর্তেই দুই বন্ধু রাফসান ও মিসকাত নদীতে ডুবে যায়। এ সময় তাঁদের বন্ধুর চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনরই মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা হেদায়েত আলী মধু (৫০) বলেন, ‘তাঁরা না বুঝে রাবার ড্যাম সেতুর পাশের খালে (গভীরে) গোসল করতে নামে। সাঁতার না জানায় তাঁরা ডুবে যায়। এ সময় অন্য একজন ছেলের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে মাটি কাটা দুই শ্রমিকসহ আমরা নদীতে নেমে ওই দুই কিশোরকে উদ্ধার করি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের দল এসে হাসপাতালে নিয়ে যায়।’
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাসনিম আক্তার বলেন, ‘হাসপাতালে আনার অনন্ত ১৫ থেকে ২০ মিনিট আগে ওই দুই কিশোরের মৃত্যু হয়।’
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,। মৃত কিশোরদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
১৬৬ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৩ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০৭ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৪ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৯ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩৩ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৩৪ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৩৪ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে