দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল রবিবার দুপুর ২টায় লালমনিরহাট-১ আসনে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাইবাছাই কার্যক্রম শুরু হয়।
এতে সোনালী ব্যাংকের (সাবেক) এমডি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য আতাউর রহমান প্রধানসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।এ
দিকে চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না— এ মর্মে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে অবসরের পর তিন বছর পূর্ণ হওয়ার আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি আতাউর রহমান প্রধান।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন। পদত্যাগ বা অবসেরে যাওয়ার তিন বছরের মধ্যে সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
নির্বাচনে সরকারি চাকরিজীবীদের অযোগ্যতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর ১২ (১) (চ) ধারায় বলা হয়, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গেছেন এবং এ পদত্যাগ বা অবসরে যাওয়ার পর তিন বছর অতিবাহিত না হয়ে থাকে তাহলে নির্বাচনে অংশ নিতে পারবেন না।
সংশোধিত এই ধারাটি চ্যালেঞ্জ করে রিট করেন আতাউর রহমান প্রধান।
রুল খারিজের ফলে সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তারা পদত্যাগ বা অবসরে যাওয়ার তিন বছরের মধ্যে জাতীয় নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন না। আরপিওতে যা আছে তা-ই বহাল থাকছে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
১৬৬ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭৩ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০৭ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২৪ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৯ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩৩ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৩৪ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
২৩৪ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে