মুন্সি শাহাব উদ্দীন, বিশেষ প্রতিনিধি।
লোহাগাড়া উপজেলার সুখছড়ি সড়কটি দীর্ঘদিন ধরে বিনা সংস্কারে পড়ে আছে। দরবেশ হাটের পর হতে চরম্বা নয়া বাজার পর্যন্ত সড়কটির অবস্থা খুবই নাজুক। এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত যান ও মানুষ চলাচল করে। সুখছড়ি, কলাউজান, চরম্বা এলাকার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। সরে জমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির পিচ ঢালায়ের প্রায় অংশ নষ্ট হয়ে ছোট বড় গর্তে পরিণত হয়েছে। তাতে কিছু ইট আর কংকর দিয়ে ভরাট করে দিলেও তা স্থায়ী না হওয়ায় গর্তই রয়ে যায়। ফলে মানুষের দুর্দশার সীমা নাই। চরম্বা আর কলাউজানের মধ্যবর্তীতে টংকাবতি খালের উপর নির্মিতি হয়েছে রবার ড্যাম। রাবার ড্যামে যাতায়াত করার রাস্তায় হল সুখছড়ি সড়ক। রয়েছে সুখছড়ি কালী মন্দির, সুখছড়ি উচ্চ বিদ্যালয়, চরম্বা নয়া বাজার, নাফার টিলা বাজার, সেগুন বাগান। দেখার মত রয়েছে আরো বহু সুন্দর্য স্থান। তাই দরবেশ হাট হয়ে সুখছড়ি- চরম্বা সড়কটি বহু গুরুত্ব বহন করে। বর্তমানে সড়কটির সংস্কার করা অতীব জরুরী। যার কারণে এই শুষ্ক মৌসুমে সড়কটির সংস্কারে সাধারণ মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামণা করেন। কেননা আগামী বর্ষা মৌসুমে বিনা সংস্কারে মানুষ ও যান চলাচল করা উপযোগী থাকবে না এই সড়কটি।
২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১০ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১১ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে