জামালপুরের মাদারগঞ্জে টিউবওয়েলে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে একই পরিবারের ৮জনকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরিকরে নিয়ে যায় দুর্বৃত্তরা৷ শুক্রবার গতরাতে চর পাকেরদহ বরবিলা পাড়া মাহফুজুল হক মমিনের বাড়িতে এ ঘটনা ঘটে৷মাহফুজুল হক মমিন জানান, রাতের খাবার খেয়ে আমি ও পরিবারের সকল সদস্য ঘুমিয়ে পড়ি৷ ভোরে ফযরের নামাজ পড়ার জন্য ঘুমথেকে উঠে মা হটাৎ আলমারির দিকে নজর পড়ে তার দেখে আলমারি খোলা,তার ডাক চিৎকারে পরিবারের আমরা সবাই জেগেউঠি তারপর দেখি ঘরের জানালার গ্রীল বাড়ীর গেটের হেজবল কাটা এবং আলমারী খোলা৷ আলমারি থেকে নগদ ৯০ হাজার টাকা,৩ টি স্বর্ণের চেইন,হাতের রুলি ২টি,গলার হার ১টি,কানের ঝুমকা ১জোড়া, টিকলি ১টি,হাতের আংটি ২টি৷ ( বর্তমান আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫৪ হাজার পাঁচশত টাকা) লুট করে নিয়ে যায়৷ এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী৷ মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাহাবুবুল হক জানান, আমরা অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
৩০০ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে
৩০৫ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৪৩১ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৪৩৭ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৩৭ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৪৩৯ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৪২ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে
৪৪৫ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে