টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারি চালিত অটো ও মোটরবাইকের মুখোমুখি সংর্ঘষে বেরিবাইদ ইউনিয়নের বৈরাগী বাজার গ্রামের আজাহার আলী ছেলে জুয়েল রানা (৩৯) নিহত হয়েছে । ঘটনাটি ঘটেছে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের নেদুর বাজার এলাকায়।
স্থানীয়রা জানান, ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে একটি অটোবাইক গারো বাজার থেকে মোটের বাজার আসার পথে নেদুর বাজার এলাকায় পৌঁছালে বাইকের চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখমুখী সংর্ঘষ হয়। এতে বুকের ভিতরে রড ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে পড়লে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী জুয়েল রানা নিহত হয়। আহত হয় আরো তিন জন। আহতদের প্রথমে মধুপুর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, অটোবাইক ও মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়াধীন।
২ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে